নেত্রকোণার কেন্দুয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে উপজেলা আ.লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মিরা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে আ.লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নিরবতা পালন এবং বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভুঞা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, তাজুল ইসলাম তাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম তালুকদার কনক প্রমুখ।