আইএলটির দল ডেজার্ট ভাইপার্সের সঙ্গী ব্যাটউইনার-আমব্রো

আইএলটি২০-এর উদ্বোধনী আসরের জন্য ডেজার্ট ভাইপার্স তাদের কমার্শিয়াল পার্টনার হিসেবে দুটি সংস্থার নাম ঘোষণা করেছে। দলটির টিম স্পন্সর হয়েছে ব্যাটউইনার ও আমব্রো।

ব্যাটউইনার একটি অনলাইন ক্রীড়া সংবাদ ও সরঞ্জামের প্ল্যাটফর্ম। ডেজার্ট ভাইপার্সের প্রিন্সিপাল পার্টনার তারা।

৯৯ বছর ধরে উচ্চমানের ক্রীড়াপোশাক উৎপাদন করে আসছে আমব্রো। ডেজার্ট ভাইপার্সের সঙ্গে চুক্তি করার মাধ্যমে তারা প্রথমবার ক্রিকেট কিট উৎপাদন করতে যাচ্ছে।

ডেজার্ট ভাইপার্স, ব্যাটউইনার ও আমব্রো একত্রিত হলো শুধু আইএলটি২০-এর প্রথম আসরের জন্য। দলের প্রধান নির্বাহী ফিল অলিভার বলেন, ‘দুটি প্রতিষ্ঠিত ও আন্তর্জাতিক বাণিজ্য প্রতিষ্ঠান ব্যাটউইনার ও আমব্রোকে আমাদের দলের অংশীদার করতে পারাটা আমাদের ১৫ জানুয়ারির প্রথম আইএলটি২০ ম্যাচের প্রস্তুতিতে বড় অনুপ্রেরণা। তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ এবং সফল প্রচারণার জন্য মুখিয়ে আমরা।’

ডেজার্ট ভাইপার্সের মালিক ল্যান্সার ক্যঅপিটাল। আসন্ন প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ছয় দলের একটি তারা। স্যাম বিলিংস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যালেক্স হেলস ও টম কারানের মতো তারকাখচিত দলের ক্রিকেট ডিরেক্টর টিম মুডি ও প্রধান কোচ জেমস ফস্টার। দলটির কোচিং স্টাফ দলে আছেন আজহার মাহমুদ (ফাস্ট বোলিং কোচ) ও নিল ম্যাকেঞ্জির (ব্যাটিং কোচ) মতো সাবেক তারকারা।

সর্বশেষ সংবাদ