”
ফারদিন এ সময়ের জনপ্রিয় সংগীত শিল্পী এবং অভিনেতা
পেয়েছেন জাতীয় পুরস্কার ও আন্তজার্তিক পুরস্কার।
২০২২ সালেই পেয়েছেন বলিউড এর ৩ জনপ্রিয় সুপারস্টার
শিল্পা শেঠী,সোহেল খান, বলিউড এবং আন্তজার্তিক মডেল
নোরা ফাতিহা থেকে সম্মাননা।
কাজ করছেন সরকারের বিভিন্ন প্রজেক্ট এর দায়িত্বভার নিয়ে।
এবার ফারদিন দায়িত্ব পেলেন ফরচুন বরিশাল টিম এর ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে আজ ফরচুন বরিশাল এর ভেরিফাই পেজে এই ঘোষণা দেওয়া হয়, এ বিষয়ে মুঠোফোনে আলাপ কালে ফারদিন বলেন আমি কৃতজ্ঞ “ফরচুন বরিশাল টিম ম্যানেজমেন্ট” এর প্রতি। ইনশাআল্লাহ আমার উপর যে দায়িত্ব দেওয়া হইছে,
ইনশাআল্লাহ পরিপূর্ণ ভাবে পালন করার চেষ্টা করবো।