নীলফামারীতে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উত্তরা ইপিজেটে চাইল্ড ডে কেয়ার চালু করণ, অবৈধ স্থাপনা, যানজটসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন জেলায় কর্মরত সাংবাদিকরা।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-ফারুক পারভেজ উজ্জ¦ল,সাধারণ সম্পাদক আল-আমিন,গ্লোবাল টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি সোহেল রানা,বাংলাভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী,নীলফামারী বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি সভাপতি স্বপ্না আক্তার ও সাধারণ সম্পাদক হামিদি বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।