শুভপুরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে মামলা

ফেনীর ছাগলনাইয়ায় গাছ কাটাকে কেন্দ্র করে একরামুল হক বিপুল (৪৫) ও তার স্ত্রী নাসরিন সুলতানাকে (৩৮) পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী আলগমীর হোসেন গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল দেড়টার দিকে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর নজির আহাম্মদ সওদাগর বাড়ীতে। ভুক্তভোগী একরামুল হক বিপুলের অভিযোগ কিছুদিন পুর্বে প্রতিবেশী আনোয়ার হোসেন পলাশের কাছে আমরা একটি জায়গা বিক্রি করি কিন্তু ঐ জায়গায় লাগানো গাছ গুলো বিক্রি করিনি। রবিবার (৮ জানুয়ারি) পলাশের স্ত্রী আফরোজা বেগম আমার লাগানো গাছ গুলো বেআইনিভাবে কেটে ফেললে আমি ও আমার স্ত্রী বাধা প্রদান করতে গেলে গিয়াস উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৫০)
বাহাদুর (৪৫), ফজলুল কাদের রুবেল (৩৫), আলমগীর হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩০) আরাফাত হোসেন (২৫) ও আনোয়ার হোসেন পলাশের আফরোজা বেগম (৩৮) লাঠি দ্বারা আমাদের আঘাত করে। এতে আমরা স্বামী স্ত্রী গুরুতর আহত হই। অভিযোগটি মিথ্যা দাবি করে আনোয়ার হোসেন পলাশ জানান, দুই বছর আগে আমি একরামুল হক বিপুলের নিকট থেকে গাছসহ জায়গা ক্রয় করি। রবিবার সকালে আমার স্ত্রী ঐ জায়গার গাছ কাটতে গেলে বিপুল তার স্ত্রী নাসরিন ও ছেলে রাকিব আমার স্ত্রীর সাথে বিবাদে লিপ্ত হয়। এসময় আমার স্ত্রী আফরোজা আহত হয় এবং বিপুলের ছেলে রাকিবের ছুড়ে মারা ইট তার মা নাসরিনের মাথায় আঘাত করে। এ বিষয়ে একই দিন সন্ধ্যায় একরামুল হক বিপুল বাদি হয়ে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদ্বীপ রায় জানায় বাদি-বিবাদি উভয় পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ