এই প্রথম কিশোরগঞ্জের কুলিয়ারচরে মেসার্স এম.আর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান ছোটনের আহবানে উপজেলার ঠিকাদারদের নিয়ে “কুলিয়ারচর উপজেলা ঠিকাদার সমিতি” নামকরন করে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
রোববার (৮জানুয়ারি) রাত ৮ টার দিকে কুলিয়ারচর বাজার এরাবিয়ান তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টে জাঁকজমক ভাবে উপজেলার ঠিকাদারদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কুলিয়ারচর উপজেলা ঠিকাদার সমিতি’র কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে ৯ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটিতে মেসার্স এম.আর ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান ছোটনকে আহ্বায়ক ও মেসার্স খোকন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. খোকন মিয়াকে যুগ্ম-আহ্বায়ক করা হয়। সদস্য করা হয় আর.এস এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম, সামিয়া এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শাহ নবী, প্রত্যাশা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আরীফুল ইসলাম, ফ্রেন্ডস বিজনেস কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী মো. সানোয়ার হোসেন, মেসার্স তন্নী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সৈয়দ নোমানুল হক, মেসার্স আলাল উদ্দিন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী শাহবাজ আহমেদ রুবেল ও মেসার্স উর্মি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. সালাহ উদ্দিনকে।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ২১ জানুয়ারি- ২০২৩ এর মধ্যে একটি কার্যকরী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।