জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী এমপির সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল ৮ই জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় সোনাগাজীর মতিগঞ্জে অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে মতিগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুব সংহতি আহ্বায়ক জহির রায়হানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির)।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মানুমিয়া পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বাঁশি, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।
এসময় জেলা ও উপজেলা জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা আবুল কালাম আজাদ।