নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৯নং নওপাড়া ইউপি’র দূর্গাপুর গ্রামের যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, সাবেক ডেপুটি কমান্ডার, কেন্দুয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মরহুম হাদিস মিয়া (৭০) প্রথম জানাজা রবিবার ৮জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দুয়া সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ অনুষ্ঠিত হওয়ার পর বেলা ২টায় দূর্গাপুর গ্রামে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুম হাদিস মিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা এবং পৌর আ.লীগ ও কেন্দুয়া বাজার কমিটির সভাপতি এনামুল হক ভূঞা’র আপন ভগ্নিপতি।
জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন- সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি এড. আব্দুল আব্দুর কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, নওপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, মরহুমের মেজো ছেলে জুনাইদ আহমেদ প্রমুখ।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, কেন্দুয়া সরকারি কলেজ এবং উপজেলা ছাত্রলীগের পক্ষে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ বিদায় জানানো হয়।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা মরহুম হাদিস মিয়া গত ৭জানুয়ারি শনিবার বেলা ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।