মৃত্যুর কথা মনে পড়লেই আমাদের কবরের কথা মনে পড়ে। মৃত্যুর পরে সব মানুষের ঠিকানা হয় কবর। চান্দিনার গল্লাই ইউনিয়নের মিরাখলা
গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী হারুন অর রশীদ ও উক্ত গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সংগঠন মিরাখলা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে নির্মিত সর্বসাধারণের জন্য মিরাখলা প্রবাসী উম্মুক্ত কবরস্থানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি শনিবার বিকেলে চান্দিনা উপজেলার মিরাখোলা কবরস্থান সংলগ্ন মাঠে প্রধান অতিথি গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম দর্জি কবরস্থানের জায়গা শুভ উদ্বোধনের মাধ্যমে জনগণের মাঝে উম্মুক্ত ঘোষনা দেন সেই সাথে সার্বিক সহযোগীতা করার আশ্বান প্রদান করেন।
এসময় প্রবাসী কল্যাণ পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী হারুন অর রশিদ এর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মাধাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, প্রবাসী কল্যান পরিষদের সভাপতি শওকত আলী সুমন, মহিউদ্দিন মুহুরী, সাবেক মেম্বার আব্দুল মমিন, ক্বারি আব্দুল মতিন, ক্বারী আনোয়ার, মাওলানা আব্দুর রহিম, শোয়েব আখতার,মুজিবুর রহমান মুজিব।
অনুষ্ঠানে মাওলানা হেদায়েদ উল্যাহ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উক্ত ওয়ার্ডের মেম্বার আব্দুল আলিম,সোহাগ হোসেন, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম, সাবেক সেনা কর্মকর্তা
সাদেকুর রহমান, মোঃ জসিম,মাওলানা ওয়াহেদ উল্ল্যাহসহ এলাকার গণ্যমাণ্যব্যক্তি প্রমুখ।
বক্তব্যে প্রবাসী কল্যান পরিষদের সভাপতি শওকত আলী সুমন বলেন জনগনের সুবিধার্থে প্রবাসী কল্যান পরিষদের সার্বিক সহযোগীতায় গণকবরটি গ্রামের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
শেষে হাফেজ মাওলানা মুফতী মাজহারুল ইসলামের দোয়া ও মিলাদ পরিচালনায়,প্রবাসী, গ্রামবাসী ও দেশবাসীর জন্য বিশেষ মোনাজাত করা হয়।