পঞ্চগড় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের গ্রাহক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার ( ৭ জানুয়ারি ) দুপুর থেকে রাত পর্যন্ত পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হল রুমে গ্রাহক সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
জীবন বীমা ক্ষেত্রে শীর্ষ নাম সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড গ্রাহকের আস্থা অর্জনে শীর্ষস্থানে রয়েছে। সে কারণে প্রতিনিয়ত বাড়ছে গ্রাহক সংখ্যা। সর্বোচ্চ লাভ প্রদানকারী হিসেবে পঞ্চগড়ে অধিককাল হতে গ্রাহক সেবায় এগিয়ে রয়েছে ইন্সুরেন্স কোম্পানীটি। সম্প্রতি এ সংস্থার কর্মী হিসেবে যুক্ত হয়েছে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব । এখন একে একে অনেকেই বীমা করছেন ।
এ সময় গ্রাহক সম্মেলন অনুষ্ঠানে জিএম উঃ শাখা নির্বাহী পঞ্চগড় শাখা কার্যালয় মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্ব ও ডিজিএম পঞ্চগড় শাখা কার্যালয় ডা. মোঃ মইনুল ইসলামের সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান মোঃ মোস্তফা আল- কামাল সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটিতে বিশেষ আকর্ষণ ছিল ক্লোজআপ ওয়ান ও আর টিভি টেলিভিশনের জনপ্রিয় কন্ঠ শিল্পী নুর আলম বাবু, সাদিয়া শিমু ও প্রিয়া মনি।