যশোরের শার্শার পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হালিমা খাতুন(২৫)নামে এক গৃহবধূকে পিটিয়ে জখম করেছে দুই যুবক।এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের হয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর) বিকালে উপজেলার কায়বা ইউনিয়নের পশ্চিম কোটা কালিবাড়ি পাড়ায় ঘটনাটি ঘটে।
আহত হালিমা একই গ্রামের তবিবর রহমানের স্ত্রী।
অভিযোগ সুত্রে জানা গেছে,প্রচন্ড শিতে পাশের বাড়িতে আগুন পোহাচ্ছিল লোকজন এ সময় ঔ গৃহবধু হালিমা সেখানে আগুন পোয়ানোর জন্য গেলে প্রতিবেশী ফরজ এর ছেলে শাহিন এবং তুহিন কটু কথা বলে।এসময় গৃহবধূ প্রতিবাদ করলে বখাটে শাহিন ও তার আপন সহদর তুহিন গৃহবধূর উপর হামলা চালিয়ে পিটিয়ে এবং ইটদিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত গৃহবধুকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহীদুল ইসলাম জানান একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।