এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

OSPE/SCA & IOE in Medicine” গ্রন্থের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী সম্পাদিত “OSPE/SCA & IOE in Medicine” গ্রন্থের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুর ১ টায় ঢাকা ক্লাবে এ বইয়ের তৃতীয় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদিন আহমেদ।

উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ছাত্র ও শিক্ষকদের জন্য কিছু নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মেডিক্যাল সাইন্সে OSPE এর গুরুত্ব তুলে ধরেন এবং OSPE বইটির সাথে জড়িত পুরো টিম কে অভিনন্দন জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ এবং মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম উপস্থিত ছিলেন।

মেডিসিন বিভাগের বিভিন্ন স্তরের সম্মানিত শিক্ষকদের সরব উপস্থিতি অনুষ্ঠানকে আরো প্রাঞ্জল করে তোলে।

চিকিৎসা কর্মক্ষমতার উচ্চমান বজায় রাখার জন্য মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিকিৎসা শিক্ষা ও অনুশীলনের প্রতিটি পর্যায়ের একটি অবিচ্ছেদ্য অংশ। OSPE (Objective Structured Practical Examination) বা SCA (Structured Clinical Assessment) একটি সংগঠিত মূল্যায়ন ব্যবস্থা যেখানে অভিন্ন এবং উদ্দেশ্যমূলকভাবে ক্লিনিকাল দক্ষতার মূল্যায়ন করা হয়। OSPE দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ সারা বিশ্বে স্নাতক ও স্নাতকোত্তর মেডিকেল পরীক্ষার অংশ হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করেছে।

পোস্ট-গ্রাজ্যুয়েট শিক্ষার্থীদের জন্য OSPE/SCA এর উপর লিখিত “OSPE/SCA & IOE in Medicine” বইটির সম্পাদক অধ্যাপক ডা. এম এ জলিল চৌধুরী এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) একজন কাউন্সিলর এবং অনারারি সেক্রেটারি ছিলেন। তিনি মেডিসিনে দীর্ঘ, গৌরবময় কর্মজীবন ও শিক্ষকতায় অসংখ্য প্রশংসা এবং সম্মাননা লাভ করেছেন।

এই গ্রন্থটিতে অনেক উদ্যমী ও বিজ্ঞানমনস্ক শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। একদল তরুণ চিকিৎসক সদ্য প্রকাশিত তৃতীয় সংস্করণে অবদান রেখেছেন। প্রতিটি স্টেশন সতর্কতার সাথে পর্যালোচনা এবং আপডেট করা হয়েছে। অনুলিপি কমাতে, অনুরূপ স্টেশনগুলো একত্রিত বা নির্মূল করে নতুন আঙ্গিকে বিভিন্ন স্টেশন যোগ করা হয়েছে। এই সংস্করণের অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল Interactive Oral Examination (IOE) এর সংযোজন। IOE হল গতানুগতিক মৌখিক পরীক্ষার একটি পরিবর্তিত রূপ।

বইয়ের মোড়ক উন্মোচন করে ও সবশেষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img