রাজধানীর অদূরে সাভার আশুলিয়ায় হাত-পা বাঁধা ও গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়।
শনিবার (৭ জানুয়ারি) সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে আশুলিয়ার কবিরপুর এলাকার শাখা সড়কের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, আশুলিয়ায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার এসআই রাজু মন্ডল বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের একটি দল মরদেহের বিভিন্ন আলামত সংগ্রহ করেন। নিহতের পরনে ছিল ছাই রঙের ফুলপ্যান্ট আর কালো রঙের জ্যাকেট। বয়স আনুমানিক ৪০ বছর হবে।