রাজধানী অদূরে সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্পনগরী (ট্যানারী) ও সিইটিপি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া। শনিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হেমায়েতপুরে ঋষিপাড়া এলাকায় আসেন তিনি।
এসময় বিসিক চামড়া শিল্পনগরী (ট্যানারী) ও সিইটিপি সংক্রান্ত মতবিনিময়ে অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, নতুন করে ট্যানারির জন্য ২০০ একর জায়গা অধিকরণ করা হবে। এছাড়া ট্যানারির আশেপাশে অবৈধ আড়ত উচ্ছেদ ও নদী দুষণ রোধে নজর রাখা হবে।
পরে ট্যানারীর প্রধান ফটক থেকে পায়ে হেঁটে তিনি সিইটিপিতে যান। সিইটিপি পরিদর্শন শেষে তিনি ঢাকার উদ্দেশ্য রওনা হোন।
পরির্দশনকালে তার সাথে ছিলেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের একান্ত সচিব, ঢাকা জেলা প্রশাসক, বিসিক এর পরিচালক মোঃ জাকির হোসেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোঃ জিয়াউল হক, সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম প্রমুখসহ ট্যানারীর সকল মালিকরা।