‘ অবিলম্বে সরকারি সকল শুন্যপদে নিয়োগ দিতে হবে ‘এই স্লোগানের আলোকে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ যুব মৈত্রী।
শনিবার সকালে নীলফামারী স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরের পাদদেশে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব মৈত্রীর জেলা সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি বাবু তপন চন্দ্র রায়, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র রায়, উত্তম কুমার রায় প্রমুখ।
বক্তাগণ সরকারি বেসরকারি নন বিসিএস চাকুরী থেকে অর্থনৈতিক বানিজ্য বন্ধের আহবান জানান।