বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের আয়োজনে সমাজসেবক ছন্দু মিয়া ফাউন্ডেশন এর সহায়তায় শেষ হলো শীতার্তদের মাঝে কম্বল বিতরণের তৃতীয় ধাপ। প্রথম ধাপে কিশোরগঞ্জ,হোসেনপুর,
দ্বিতীয় ধাপে হোমনা,দড়িকান্দি,তৃতীয় ধাপে মানিকগঞ্জ, রুপসা গ্রামে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন করলো বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ।
৬ ই জানুয়ারী রোজ শুক্রবার রুপসা গ্রামে আলহাজ্ব ফাইজুর রহমান এবং সুরাইয়া রহমানের সার্বিক সহযোগীতায় ও বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের আয়োজনে মানিকগঞ্জের রুপসা গ্রামে
শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ ও ছন্দু মিয়া ফাউন্ডেশন,
এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ আবু তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি তাহেরা খাতুন সাধারণ সম্পাদক বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ।
এ সময় কবি তাহেরা খাতুন বলেন গ্রামের মানুষের কাছে গেলে খুব কষ্ট লাগে, লাঠিতে ভর করে যখন ৮০/৯০ বয়সের বৃদ্ধ বৃদ্ধা মা- বাবাকে কম্বল নিতে আসতে দেখি, তখন অন্তর কেঁদে উঠে।
তিন দিন ঘুরে ঘুরে প্রতিটি ঘরে ঘরে গিয়ে অসহায় মানুষের লিস্ট করেছে তন্ময় খান এবং ওহিদুল,
ধন্যবাদ তোমাদের প্রতি এবং সার্বক্ষণিক ভাবে বা,কা,ক,প এর প্রাণ তিনজনের একজন হলেন অর্থ সম্পাদক সাহেব মুহাম্মদ আবু তাহের। সকল মানবিক কাজে উনার অবদানের কথা যতই বলি কম হয়ে যাবে।
এসময় কবি তাহেরা খাতুন আরো বলেন গ্রামের মানুষের জন্য আরো অনেক সহায়তা প্রয়োজন, বৃদ্ধ মানুষের সেবায় সবার এগিয়ে আসা খুব জরুরী, আমাদের পাশে যদি আরো হৃদয়বান মানুষের সাহায্য পাই তাহলে আমরা কষ্ট হলেও বিতরণ করতে উদ্যোগ নেবো।