নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ঠিকাদার ও চিরাং ইউনিয়নের চকবাট্টা গ্রামের বাসিন্দা মো. সেকুল ইসলাম খানের মায়ের জানাজা চকবাট্টা গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের সময় অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য মরহুমা গত বুধবার রাত ১০টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি ৩ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকসহ সকলে গভীরভাবে শোকাহত।