চুয়াডাঙ্গায় আত্মবিশ্বাসের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া মনিরামপুর বিশ্বাস বাড়ীর মাঠে ৫শ জন শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
“মানুষ মানুষের জন্যে” শ্লোগানে কম্বল বিতরণ অনুষ্ঠানে আত্মবিশ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরাফাত রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরে শৈত্য প্রবাহ চলছে। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগও বাড়তে শুরু করেছে। গরম কাপড়ের অভাবে অসহায় মানুষগুলো রাতে ঘুমাতে পারে না। সমাজের উঁচুস্তরের মানুষজন তাদের পাশে দাঁড়িয়ে একটু মমতার দৃষ্টি দিলে তারা আরামে ঘুমাতে পারবে। শীতার্ত মানুষগুলো কতটা দুর্বিসহ জীবন যাপন করে তা রাতে শহরের রেলস্টেশনে গেলেই দেখা যাবে। মানবতার সেবা সবচেয়ে বড় ইবাদত।
তিনি আরও বলেন, শীতার্ত মানুষগুলোর দুর্বিষহ জীবনের কথা ভেবে তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের জন্য যে যার অবস্থান থেকে কাজ করতে হবে। আমাদের একটু সহায়তা লাঘব করতে পারে তাদের কষ্ট এবং দুর্বিষহ জীবন। এই মহৎ কাজের জন্য আমি আত্মবিশ্বাস সংস্থাকে ধন্যবাদ জানায়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়া বিশেষ অতিথির বক্তব্যে বলেন, ঠান্ডা বাতাসের দাপট আর হিম হিম ঠান্ডা। কুয়াশায় জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। সেই নিম্ন আয়ের মানুষের পাশে আত্মবিশ্বাস দাড়িয়েছে। এটার জন্য আত্মবিশ্বাসকে সাধুবাদ জানায়। গত বছরও আমি আত্মবিশ্বাসকে কম্বল বিতরণ অনুষ্ঠানে ছিলাম। আত্মবিশ্বাস অনেক ভালো ভালো কাজ করে। সেই ভালোর ধারাবাহিকতা বজায় থাক। আমার ও সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানায়।
সভাপতির বক্তব্যে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস বলেন, আত্মবিশ্বাস গরিব দুঃখি মানুষের পাশে আগেও ছিলো, এখনও আছে, সামনের দিকেও থাকবে। এ অঞ্চল তথা দেশের মধ্যে আত্মবিশ্বাস সুনামের সাথে কাজ করে যাচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও আত্মবিশ্বাসের ভূমিকা আছে।
অনুষ্ঠানের শুরতেই স্বাগত বক্তব্য রাখেন, আত্মবিশ্বাস সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আকরামুল হক বিশ্বাস। নির্বাহী পরিচালক বলেন, শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে আত্মবিশ্বাস সংস্থা বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি প্রতি বছর শীতেই শীত বস্ত্র (কম্বল) বিতরণ করে থাকে। এবারও সেই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে, ঢাকাস্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপক (কার্যক্রম) কপিল কুমার পাল বলেন, আত্মবিশ্বাস মানুষের পাশে দাড়াই। পিকেএসএফ এর সহযোগীতায় প্রত্যন্ত অঞ্চলে মানুষের জন্য আত্মবিশ্বাস সব সময় কাজ করছে। ভালো লাগার বিষয়, আত্মবিশ্বাস অগ্রাধিকার বিবেচনা করে।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন সংস্থার পরিচালক রফিকুল হাসান জোয়ার্দ্দার, সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আককাস আলী, সহকারী পরিচালক (মাইক্রোক্রেডিট) এ.কে.এম হাসানুজ্জামান, সহকারী পরিচালক আবু সাদাত রিমু, এমআইএস অফিসার জাহাঙ্গীর আলম ও মানব সম্পদ কর্মকর্তা শাহ্ আলম আলো।