শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন মোংলা ইপিজেড কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার ও সুন্দরবন ইউনিয়ন পরিষদের হতদরিদ্র মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক।
তিনি জানান, ১২৪৩ জন শীতার্তের মাঝে কম্বল, কার্ডিগান ও সোয়েটার বিতরণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে শৈত্য প্রবাহে প্রচন্ড শীত পড়ায় ইপিজেড কর্তৃপক্ষের পক্ষ থেকে দরিদ্র নারী-পুরুষও শিশুদেরকে এ শীতবস্ত্র দেয়া হয়েছে। বৃহস্পতিবার দিগরাজ ও সুন্দরবন ইউনিয়নে ৭৪৩টি কম্বল, ১৫০টি কার্ডিগান ও ৩৫০টি সোয়েটার দেয়া হয়েছে শীতার্তদের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন মোংলা ইপিজেডের উপ-পরিচালক ফরিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী এ,এস,এম সেলিম ইমতিয়াজ, সহকারী পরিচালক ভূপতি কুমার সরকার, সহকারী পরিচালক মোঃ আলআমিন ও সুন্দরবন ইউপি চেয়ারম্যান মোঃ ইকরাম ইজারাদারসহ অন্যান্যরা।
ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, আগামীতে শীতার্তদের পাশে থাকবে ইপিজেড কর্তৃপক্ষ।
সুন্দরবন ইউনিয়নে দরিদ্র শীতার্তদের সংখ্যা বেশি স্থানীয় প্রশাসনের এমন তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার সুন্দরবন ইউনিয়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেখানকার নারী-পুরুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও ইপিজেডের পক্ষ থেকে শীতার্তদের সহায়তা প্রদাণ করা হবে বলেও জানান তিনি।