বাংলাদেশের সব ইতিহাস-অর্জনের সাক্ষী, আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া গর্বের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (৪ জানুয়ারি)। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনটি।সারাদেশের ন্যায় পঞ্চগড় জেলা ছাত্রলীগের আয়োজন বর্ণাঢ্য শোভা যাত্রা, কেক কাটাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে ”বাংলাদেশ ছাত্রলীগ”এর ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার ( ৪ জানুয়ারি ) দিনব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পঞ্চগড় জেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ শেষে ছাত্রলীগের নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। বিকেল পাঁচটায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে থেকে একটি বিশাল আনন্দ সৌভা যাত্রার বের করে শেরেবাংলা পার্কে এসে শেষ হয় ।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , কামরুদ জামান শেখ মিলন, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মামুনুর রশিদ লায়ন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, সাধারণ সম্পাদক হুমায়ুন কোবির উজ্জ্বল, পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, আখতারুজ্জামান আক্তার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মারুফ রায়হান , বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি, আবু মো: নোমান হাসান, সাধারণ সম্পাদক, প্লাবন পাটোয়ারী, প্রমূখ সহ জেলা ছাত্রলীগের সকলস্তরের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন । ছাত্রলীগ সভাপতি আবু মো: নোমান হাসান বলেন, দেশের প্রতিটি প্রজন্মে, প্রতিটি তারুণ্যে, প্রত্যেক শিক্ষার্থীর অনুভূতিতে বাংলাদেশ ছাত্রলীগ শ্রেষ্ঠতম স্থানে অবস্থান করেছে এবং আগামীতেও অবধারিতভাবে করবে। তাই, ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশের’ নেতৃত্ব দেবে ছাত্রলীগ, ৭৫তম বর্ষপূর্তিতে এটিই আমাদের সংকল্প।