এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

কেন্দুয়ায় বিএনপি নেতা নাজমুল হাসানের কম্বল বিতরণ

নেত্রকোণার কেন্দুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি রোটারিয়ান ও উপজেলার গোপালপুর কলেজের প্রতিষ্ঠাতা এম. নাজমুল হাসান গত সোমবার (২জানুয়ারী) উপজেলার রোয়াইল বাড়ী, পাইকুড়া, মাসকা, কান্দিউড়া ইউনিয়নের ছিন্নমুল, অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন। পরে রাত ৮টার দিকে কেন্দুয়া প্রেসক্লাব ভবনে এসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় ও পৌরসদরের গরীব অসহায়দের মাঝেও প্রেসক্লাব প্রাঙ্গণে কম্বল বিতরণ করেন। এসময় প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এক সংক্ষিপ্ত আলোচনায় এম. নাজমুল হাসান গরীব এবং অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়ার বিএনপির মনোনয়ন প্রত্যাশী জানিয়ে তিনি আরও বলেন, ব্যাক্তি লাভবান হওয়ার জন্য মনোনয়ন চাইনা, সাধারণ মানুষের সেবা করতে চাই। এসময় বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img