পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে যৌথ উদ্যোগে একটি ইট ভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ( ২ জানুয়ারি ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন , জেলা প্রশাসনেৱ সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামসুজ্জামান আসিফ ।
এ সময় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন। এবং আনসার ব্যাটেলিয়ন, ঠাকুরগাঁও এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। এ সময় মেসার্স এম*এইচ ব্রিকস নামক ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করে ইটভাটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় সম্পূর্ণরূপে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং এক্সেকেভেটর দ্বারা ইটভাটাটার অবকাঠামো আংশিক গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী জানান, নিয়মনীতি না মেনে পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ে অবৈধভাবে ইট ভাটাগুলো পরিচালনা করা হচ্ছিল। তবে অবৈধ ইটভাটা বন্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে।