এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘স্থপতি মোবাশ্বের হোসেন ছিলেন বাংলাদেশ স্থাপত্য শিল্পের পুরোধা ব্যক্তিত্ব৷ তিনি সারাজীবনই দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। তিঁনি এ দেশের গর্বিত সন্তান ও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। নাগরিক অধিকার আদায় ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন ।

তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনের সাথেও স্থপতি মোবাশ্বের হোসেনের অবিচ্ছেদ্য অংশ ছিলো। তিনি দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যু দেশের স্থাপত্য শিল্প ও ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img