এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ইবিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের র‍্যালি মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের থানা গেটের সামনে থেকে এ আনন্দ র‍্যালি বের হয়ে পার্শ্ববর্তী শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়।

এসময় আহবায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন , যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ,আহসান হাবীব,সালাউদ্দিন রানা,উল্লাস মাহমুদ আহবায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ,সাব্বির হোসেন, রাফসানজানি,তরীকুল ইসলাম সৌরভ,আবু সাঈদ রনি,স্বাক্ষর, মামুন, পূলকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img