ব্যাপক আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন বই বিতরণ করা হয়েছে।
রোববার (১জানুয়ারী)সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মো. জসিমউদদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত “নতুন বই বিতরণ উৎসব-২০২৩” আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মো.মহিনুল হাসান,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার,এবং অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো.শাহজাহান খন্দকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম ফজলুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন,উক্ত বিদ্যালয়ের দাতা সদস্য মো. রকিবুউদ্দিন রকিব,কো-অপ্ট সদস্য,মো.সেলিম সরকার,খন্দকার জহিরুল ইসলাম,ম্যানেজিং কমিটির সদস্য, মোঃ মনির হোসেন,মেহেদী হাসান টিপু,খন্দকার কবির হোসেন,
সহকারী প্রধান শিক্ষক মিহিন উল্লাহ ও হাবিবুর রহামান(ভারপ্রাপ্ত),শিক্ষক প্রতিনিধি মো. শাহাদাৎ হোসেন ও মৃনাল কান্তি মজুমদার প্রমূখ।
এসময় শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে বিনা মূল্যে নতুন বছরের নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।
নতুন বছরের নতুন বই পেয়ে মহা খুশি হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলার সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়গুলোতে উৎসবের মধ্য দিয়ে বই বিতরণ হয়েছে।