কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি-সম্পাদক

নেত্রকোণা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের পক্ষে ইংরেজি খ্রিস্টীয় নববর্ষ-২০২৩ এর শুভেচ্ছা জানিয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল।

এক শুভেচ্ছা বার্তায় সভাপতি-সম্পাদক জানান, বিদায়ী বছরের বিষন্নতাকে ছাপিয়ে মনকে উৎফুল্ল করে তোলে নতুন বছরের আগমনী বার্তা। বছরের শেষ দিনে ক্যালেন্ডারের শেষ পাতাটি ছিঁড়ে একসঙ্গে উচ্চারিত হয় হ্যাপি নিউ ইয়ার। শুরু হয় নতুন দিনের সূচনা, নতুন করে পথচলা। নতুন প্রাণ চাঞ্চল্যতা, নতুন শপথ সব কিছুই যেন একাকার হয় বছরের প্রথম দিনটিতে এসে। অতীতকে মুড়িয়ে দিয়ে নতুন এক সময়কে বরণ করে নেয়ার শিহরণই যেন অন্যরকম।
পুরোনো গ্লানি মুছে নতুন ভাবে বাঁচার প্রত্যয়ে যেমন শুরু হয় বাংলা নববর্ষ, ঠিক তেমনি শুরু হয় ইংরেজি নববর্ষ।

এছাড়াও সাংবাদিকদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভাপতি-সম্পাদক জানান, সাংবাদিকতা হচ্ছে একটা মহান পেশা। সঠিকভাবে তথ্য না জেনে এমন কোন সংবাদ প্রচার করা ঠিক না যা ব্যক্তি বা রাষ্ট্রের ক্ষতি হয়। আশা করব বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নতুন বছরে সাংবাদিকগণ অগ্রণী ভূমিকা পালন করবে।

সর্বশেষ সংবাদ