এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বাগাতিপাড়ায় বার্ষিক ফলাফলের সাথে সকল শিক্ষার্থী পেল গাছের চারা

নাটোরের বাগাতিপাড়ায় বার্ষিক ফলাফল ঘোষনার সাথে সাথে ১ম,২য়,৩য় স্থান অর্জনকৃত ছাত্র-ছাত্রীদের বিশেষ পুরস্কার প্রদান করেন প্রতিষ্ঠানটি ও পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের গাছে চারা দেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার।

আজ ৩১ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা চত্ত্বরে অবস্থিত প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বাগাতিপাড়া কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে আনুষ্ঠানিক ভাবে বার্ষিক ফলাফল ঘোষনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় নাটোর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্কুল কমিটির সাবেক সভাপতি ও দূর্নীতি দমন কমিটি বাগাতিপাড়া শাখার সভাপতি বজরং আগরওয়ালা,এছাড়াও অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ফলাফলের মার্কসিট বিতরণ কালে ১৮০ জন শিক্ষার্থীর মাঝে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের নির্দেশনায় বিভিন্ন ধরনের গাছের চারা বিতরন করা হয়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img