এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

বদরগঞ্জে মেয়রের নির্দেশ অমান্য করে মাল আনলোড

রংপুরের বদরগঞ্জ পৌরশহর দিনের বেলায় মাল আনলোড করছে কিছু স্বার্থন্বেষী ব্যবসায়ী ফলে যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে পৌরবাসীর।আজ রবিবার সরজমিনে চিত্র দেখা যায়, বদরগঞ্জ পৌরশহরে বাজার রোডে সকাল ৯.২০মিনিটে একটি বড় ট্রাক দিলীপ আগরওয়ালার গদী ঘরের সামনে এসে দাঁড়ায় তারপর ২ঘন্টা ধরে ঐ ট্রাকে মালামাল আনলোড,করেন শ্রমিক রা আর এতে রাস্তার দুই পাশে যানজট চরম আকারে ধারন করে পরে জানা যায় ঐ ট্রাকে থাকা মালামালের মালিক দিলীপ আতরওয়ালা।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী,বলেন,মেয়র সাহেব নিজে মুখে বলেছে দিনের বেলায় কোন গাড়ি লোড,আনলোড করা যাবে না তারপর কিছু স্বার্থান্বেষী ব্যবসায়ী,মেয়রের নির্দেশ মানছে না।

ফজলু নামে এক পথচারী বলেন,যানযট লাগার অন্যতম কারন হচ্ছে সড়কে গাড়ি দাঁড় করিয়ে মাল ওঠানামা করা আর দোষ হয় মেয়রের।আমরা আগে নিজে ঠিক হই তারপর অন্যর উপর দোষ চাপাই।

খোঁজ নিয়ে জানা গেছে পৌরশহরে বেশ কিছু স্হানে দিনের বেলায় মালামাল ওঠানামা করে তার মধ্যে হকসাহেবের মোড়,কথাকলিরোড,ধানহাটিরোড,হাসপাতাল সড়কে বেশি লক্ষ্য করা যায়।

এবিষয়ে বদরগঞ্জ পৌরসভার মেয়র আহসানুল হক চৌধুরীর টুটুল মুঠোফোন জানতে চাইলে তা বন্ধ পাওয়া যায়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img