যশোরের ঝিকরগাছার সিওরদাহ্ হলি চাইল্ড স্কুলের ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরিক্ষার ফলাফল প্রকাশ ও গুনিজন সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র স্কুলের সহকারী শিক্ষক শফিকুর রহমানের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মীর ফারুক আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা এম, এল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হলি চাইল্ড স্কুলের সভাপতি এস, এম মাহবুব আলম মন্টু,শিওরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান, সাবেক প্রধান শিক্ষক শাহজাহান কবির,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা খাতুন মনি, সেচ্ছাসেবী সংগঠন রংধনু সাধারণ সম্পাদক,শাহিন রেজা,সহকারী শিক্ষক শিলা আফরিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভাল ফলাফলকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সমাজসেবায় বিশেষ অবদানের জন্য গনপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের জ্বালানী ও খনিজ মন্ত্রানালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা বকুল, ঝিকরগাছা এস, কে ডায়গনস্টিক সেন্টারের পরিচালক হাবিবুর রহমান,জান্নাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সালমা খাতুন মনি, সেচ্ছাসেবী সংগঠন রংধনু সাধারণ সম্পাদক সুমন রেজাসহ চারজন কে গুনিজন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।