এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

উত্তরা প্রেসক্লাবের যুগ্ম- সম্পাদক নতুন বার্তার নির্বাহী মাহতাব ফারাহী

রাজধানীর উত্তরা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে ২০২২-২৩ সেশনের জন্য যুগ্ম সম্পাদক পদে নির্বাাচিত হয়েছেন দৈনিক নতুন বার্তার নির্বাহী মাহতাব ফারাহী।
শুক্রবার উত্তরার গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ১০৯ জন ভোটারের মধ্যে ১৩টি পদে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

উক্ত নির্বাচনে অন্যান্য পদে
নির্বাচিত হয়েছেনঃ সভাপতি- বদরুল অালম মজুমদার (প্রতিদিনের সংবাদ), সাধারণ সম্পাদক – দেলোয়ার হোসাইন (যুগান্তর), সহ-সভাপতি – রিপন মিয়া (নওরোজ), সাংগঠনিক সম্পাদক -জাহাঙ্গীর কবির (ইত্তেফাক), অর্থ সম্পাদক- সাকিবুল হাসান (সংবাদ দিগন্ত), দপ্তর সম্পাদক – জেমস্ এ কে হামীম( বৈশাখী টেলিভিশন), মহিলা বিষয়ক সম্পাদক – মাহমুদা অাক্তার পুষণ (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইদ্রিস অালী (প্রতিদিনের সকাল) এবং কার্যকরী সম্পাদক পদে যথাক্রমে ডি এম শাহীন, জসিম হোসেন নিরব (কাগজের সংবাদ)ও মাহমুদুর রহমান মনির (সংবাদ দিগন্ত)।

বিপুল উৎসাহ- উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতীয় এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দদের অনেকেই উপস্থিত ছিলেন। নব-নির্বাচিত কমিটি অাগামী এক বছর উত্তরা প্রেসক্লাব পরিচালনা করবেন।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img