নিখোঁজ সোহেল’র পঞ্চম দিনেও সন্ধান মেলেনি

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠী এলাকার মো. আইউব আলী খান এর ছেলে মো. সোহেল খান (২২) গত (২৭ডিসেম্বর) মঙ্গলবার বিকালে রাজধানীর তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের রানভোলা এলাকা থেকে নিখোঁজ হয়। নিখোঁজ সোহেল সৈয়দ হাতেম আলী কলেজ’র অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ঢাকায় মোবাইল ব্যাংকিং নগদ এর মার্কেটিং এচাকরী করতেন।

সোহেলের বড় ভাই মো. সুমন খান জানান, প্রতিদিনের মতোই বাসা থেকে সকালে সোহেল তার কর্মস্থলে কাজ করার জন্য চলে যায় কিন্তু মঙ্গলবার বিকাল ৫টার পর থেকে তার মুঠোফোন বন্ধ পাই এরপর আত্মীস্বজন ওর বন্ধুদের সাথে যোগাযোগ ও অনেক জায়গাতে খোঁজাখুঁজি করি কোথাও কোন সন্ধান পায়নি। তারপর ২৯ তারিখে তুরাগ থানায় একটি সাধারন ডায়েরী করেন যাহার নং ১৮০৬। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নায়।

সর্বশেষ সংবাদ