জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষার কোরআনের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহঃষ্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলার মুক্ষাইট বেলায়েত হোসেন জামে মসজিদ কেন্দ্রের আয়োজনে কেন্দ্র পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য শেখ আঃ গফফার এর সভাপতিত্বে ও ওই কেন্দ্রের শিক্ষক, তিন তিনবার বাগেরহাট কেন্দ্রগুলির শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হাফেজ মোঃ তাওহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফাউন্ডেশনের এই প্রকল্পের বাগেরহাট সদর এর ফিল্ড সুপারভাইজার জনাব আমিনুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চিতলমারী উপজেলার ফিল্ড সুপারভাইজার মোঃ হাফিজুর রহমান।বাগেরহাট সদরের মডেল কেয়ারটেকার মোঃ হাফিজুর রহমান।
এছাড়াও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এসময়ে উপস্হিত ছিলেন। এসময়ে বক্তারা বলেন বঙ্গবন্ধু ইসলামের প্রসারে ভূমিকা রাখতে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন আজ আমাদের দেশের কোমলমতি শিশুদের মাঝে সেই ইসলামিক জ্ঞান পৌঁছে দিতে ফাউন্ডেশন এর এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা মুক্ষাইট কেন্দ্রের শিক্ষক হাফেজ তাওহীদুল ইসলাম তিন তিনবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীকে কোরআনের সবক দেওয়া হয়।