কুমিল্লার চান্দিনায় ৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক জালাল উদ্দিন সঙ্গী ফোর্স নিয়ে অভিযান করে তাদের আটক করে।আটক দুইজনকে তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন চান্দিনা পৌরসভার কাউন্সিলর আকতার আহমেদ নাদিমের ছেলে মারুফ আহমেদ নাইম,কুমিল্লা কোতোয়ালি থানার চম্পকনগর গ্রামের মৃত বাবলু হোসেনের ছেলে খলিলুর রহমান রানা।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাবুদ্দিন খান বিষয়টি্ নিশ্চিত করে বলেন,
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত থেকে ফেনসিডিল এনে চান্দিনার বিভিন্ন স্থানে বিক্রি করতেন।গোপন সংবাদের ভিত্তিতে তাদের ফেনসিডিল সহ আটক করে মামলা রুজু করে হাজতে পাঠানো হয়েছে।