এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ভোলার মেঘনা নদীতে নিঃসৃত তেল অপসারণে কাজ করছে ‘পশুর ক্লিনার’

ভোলার মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত হওয়া ডুবন্ত এম,ভি সাগর নন্দিনী-০২ নামক ট্যাংকার থেকে নিঃসৃত তেল অপসারণ কাজ করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষের অত্যাধুনিক নৌযান পশুর ক্লিনার। ওই জাহাজটিকে সহায়তার জন্য সেখানে গেছে বন্দরের অপর একটি টাগ বোট অগ্নিপ্রহরীও।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ জানান, গত ২৫ ডিসেম্বর ভোর ৪টার দিকে ভোলা সদরের তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে ৯লাখ লিটার ডিজেল ও ২লাখ ৩৪হাজার লিটার অকটেন নিয়ে কুয়াশার কারণে দুর্ঘটনায়বশত অপর একটি কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায় অয়েল ট্যাংকার সাগর নন্দিনী। সাগর নন্দিনী চট্টগ্রামের পদ্মা ওয়লে কোম্পানী লিমিটিডের ডিপো থেকে এ জ্বালানী তেল নিয়ে চাঁদপুর যাচ্ছিল। ডুবন্ত ট্যাংকার সাগর নন্দিনী থেকে মেঘনা নদীতে সেই জ্বালানী তেল ছড়িয়ে পড়ায় পরিবেশ-প্রকৃতি ও জীববৈচিত্রের ক্ষতির আশংকায় নৌ পরবিহন মন্ত্রণালয়রে নির্দেশে ২৭ ডিসেম্বর মোংলা বন্দর র্কতৃপক্ষরে অত্যাধুনকি নিঃসৃত তেল অপসারণকারী জাহাজ ‘পশুর ক্লনিার-০১’ ও অপর আরেকটি সহায়তাকারী জাহাজ ‘এম,টি অগ্নপ্রিহরী’ ভোলায় পাঠিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এরপর ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় ঘটনাস্থলে পৌঁছে নিঃসৃত তেল অপসারণ কাজ শুরু করে পশুর ক্লিনার। বর্তমানে পশুর ক্লিনার জাহাজটি মেঘনা নদীতে নিঃসৃত তেল অপসারণ ও অগ্নিপ্রহরী নামক টাগ বোটটি সেটিকে সহায়তার কাজ করছে বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালা চাঁদ সিংহ।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img