জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, জন্ম শতবার্ষিকীয় ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে পঞ্চগড়ে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) মাসব্যাপী শিল্পমেলা উদ্বোধন হয়েছে।
শুক্রবার ( ৩০ ডিসেম্বর ) সন্ধ্যায় পঞ্চগড় পৌরসভা সংলগ্ন এই মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন জেলা থেকে শিল্প পণ্যের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেছেন। খাবার ও বিভিন্ন ধরণের পণ্যের স্টল রয়েছে। উৎসবমূখর পরিবেশেই জানুয়ারিৱ মাসব্যাপী এই মেলা চলবে মনে করছেন আয়োজকরা। ফিতা কেটে বেলুন উড়িয়ে শুক্রবার সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ।
পুনাক পঞ্চগড়ের সভানেত্রী মনিরা ইয়াসমিন আখির সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার সিরাজুল হুদা পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন ।
মাস ব্যাপী পুনাক এর শিল্পপণ্য মেলায় প্রায় ৫০টিরও বেশি স্টল রয়েছে মেলায় মিলছে, নকশিকাঁথা, হাতের কাজ করা থ্রিপিস, মেয়েদের ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি অর্নামেন্টসহ বিভিন্ন পণ্য সামগ্রী। এছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য নাগরদোলা , রয়েছে দি গ্রেট রংমহল সার্কাস সহ বিভিন্ন ধরণের রাইড।
মেলার অন্যতম আকর্ষণ ডান্সিং পানির ফোয়ারা।আয়োজকরা জানায়, পুনাক শিল্প ও পণ্য মেলাটি ২৪ ঘণ্টা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে। মেলায় প্রবেশ টিকিট ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।