:
ঐতিহ্যবাহী বাগেরহাট প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে প্রেসক্লাবের মুজিববর্ষ মিলনায়তনে সভাপতি নীহাররঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য,পূর্বর্তী বছরের রেজুলেশন পাঠ ও সাধারন সম্পাদকের প্রতিবেদন উপস্হাপন করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী ।
পরেই অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক ২০২২ সালের বার্ষিক আয় ব্যায় বিবরণী পেশ এবং ২০২৩ সালের বাজেট প্রস্তাব পেশ করেন।
সাধারণ সভায় বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দশনামূলক বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রবীনতম সদস্য অধ্যাপক মোশাররফ হুসাইন, কামরুনাহার হাই, যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন, সাবেক সভাপতি মোঃ আহসানুল করিম,সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকীব সিরাজুল হক, মোঃ ইয়ামীন আলী, মোঃ শামসুর রহমান, সৈয়দ শওকত হোসেন, আবু সাঈদ, সোহেল রানা বাবু প্রমুখ।
এ সময়ে ক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে সদস্যগণ খোলামেলা আলোচনা করেন। সমাপনী বক্তব্যে সভাপতি সকলকে একাত্না হয়ে প্রেসক্লাব এর কর্মকান্ডকে আরও গতিশীল ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রাখতে সকল সদস্যের সহযোগীতা কামনা করেন। পরে সদস্যদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।