উচ্চ শব্দে হর্ন বাজানোর অপরাধে ৪ ট্রাক চালককে ৮ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় জেলা প্রশাসন, ঠাকুরগাঁও ও পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর যৌথ উদ্যোগে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রংপুর-ঠাকুরগাঁও রোডের জগন্নাথপুর নামক স্থানে এই জরিমানা করা হয়।
এসময় অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী ৮ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর ) বিকেলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রংপুর-ঠাকুরগাঁও রোডের জগন্নাথপুর নামক স্থানে এ অভিযান পরিচালনা করেন। সেই সঙ্গে কয়েকজন চালককে সতর্ক করা হয়। ঠাকুরগাঁও জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরে পরিচালিত মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন কার্যক্রমে এই জরিমানা করা হয়।
দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাসনিম জাহান, এসময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের, সহকারী পরিচালক, মো: ইউসুফ আলী, তিনি প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এবং ঠাকুরগাঁও জেলা আনসারের একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। এছাড়া বিভিন্ন যানবাহনে শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।