পঞ্চগড়ের বোদা পৌরসভায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ

দ্বিতীয় বারের মত পঞ্চগড়ের বোদা পৌরসভার সকাল থেকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । কনকনে শীত ও সর্বনিম্ন তাপমাত্রাকে অপেক্ষা করে ভোট দিতে এসেছে ভোটাররা । তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের দীর্ঘ লাইন ছিলো চোখে পড়ার মতো।

পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে এবারে প্রথমবারের মতো ব্যবহার হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। কিন্তু ইভিএম নিয়ে অনেক ভোটার অভিযোগ জানিয়েছেন। ভোটাররা বলছেন, ইভিএমে সময় বেশি লাগছে। ফলে অনেকেই ভোট না দিতে পেরে ফিরে যাচ্ছেন বলছেন ভিড় কমলে পরে এসে দিব। তাই আগের ভোট পদ্ধতিই সঠিক ছিল বলে ভোটাররা দাবি করেন। বৃহস্পতিবার ( ২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টায় পর্যন্ত ভোটগ্রহণ চলবে ।

নির্বাচন অফিস বলছে, তথ্যপ্রযুক্তির যুগে এটি নতুন যন্ত্র। তাই ভোটারদের কাছে হয়তো এটা ভালো লাগেনি। ভোটার ও ভোটগ্রহণকারী সবার জন্য ইভিএম নতুন। ফলে প্রতিটি ভোটগ্রহণে ৮ থেকে ১০ মিনিট সময় লাগছে। অনেকের আঙুলের ছাপ মিলছে না। এ কারণে ভোটারদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। সময়ও বেশি লেগেছে। বিকেল সাড়ে ৪টায় আশরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শত শত নারীর দীর্ঘ লাইন দেখা গেছে।

এ সময় ভোটাররা বলেন, ব্যালট পেপারে ভোট প্রক্রিয়াই অনেক ভালো ছিল। যন্ত্র এসে আমাদের সময় নষ্ট করেছে।

সর্বশেষ সংবাদ