পাবনার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নে ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে বহিরাগত দুই পক্ষের ধস্তাধস্তির কারণে ম্যানেজিং কমিটির প্রথম বৈঠক স্থগিত হওয়াতেই ধুয়াশায় আছে জনগনের ভিতর।
নিয়মতান্ত্রীক অনুযায়ী ডেমরা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম মিলছে এবং সকল কিছুতেই অনিয়ম চলছে এমন অভিযোগের গুঞ্জন ডেমরা বাজার মহল্লা থেকে সকল স্থানেই ।
প্রধান শিক্ষক মোঃআব্দুল খালেক রাজনৈতিক নেত্রীবৃন্দের সাথে আলাপ আলোচনা না করেই নিজ স্বার্থ উদ্ধারে আছে এমনি কথা ছড়িয়ে পরছে সকল স্থানেই।কোন নিয়ম নীতি অনুসরণ না করেই কাজ করছে বলে মনে করেন ডেমরা ইউনিয়নবাসী। শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানিজিং কমিটি গঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম মনগড়াভাবেই চালিয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক।
আজকে ম্যানেজিং কমিটির প্রথম বৈঠকেই শুরু হয় এক আজব তান্ডবের লীলা খেলা। সভাপতি প্রার্থীর দুই পক্ষের সাথে জোড়ালো ভাবেই হয়েছে ধস্তাধস্তি।উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকষণ করছি এই কমিটির কার্যক্রম সার্বিকভাবে খতিয়ে দেখা হোক।