এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সাজেকে ইউপিডিএফের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাজেক মাচলঙে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন।

আজ ২৬ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাজেক ইউনিটের উদ্দ্যোগে মাচলঙে ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সংগঠনটি ভোর ৭টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানাই এবং সকল শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে ২৬ ডিসেম্বর পার্টির ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
উক্ত আলোচনা সভায় ইউপিডিএফ সংগঠক প্রান্তিক চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপিডিএফ সাজেক ইউনিটের প্রধান সমন্বয়ক অডিত চাকমা,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ এন অন্যতম নেতা আগর চাকমা।
সভায় আরো উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) এর সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক কিরন চাকমা,পার্বত্য নারী সংঘ সাজেক ইউনিয়ন কমিটির সদস্য মিসেস চিত্তি চাকমা ও আলোচনা সভায় স্বাগতিক বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক লংকা চাকমা প্রমুখ।

আলোচনা সভায় ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেন্দ্রীয় বার্তা পড়ে শোনান ও পার্বত্য চট্টগ্রামের পূর্ণস্বায়ত্তশাসন অধিকার প্রতিষ্ঠার লক্ষে শপথ বাক্য পাঠ করান প্রধান আলোচক ইউপিডিএফ এর অন্যতম নেতা আগর চাকমা।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img