সুন্দরবনের অভ্যন্তরে জেলেদের অপহরনের সাথে জড়িত ৩ বনদস্যুকে আটক করেছে বাগেরহাট জেলা পুলিশ। ২৬ ডিসেম্বর সোমবার দুপুরে পুলিশ সুপারের সন্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান পুলিশ সুপার কে এম আরিফুল হক।
২৫ ডিসেম্বর ২০২২ দিবাগত রাত ৪ টার দিকে মোংলা থানা পুলিশের এক অভিযানে মোংলা থানাধীন চিলা ইউনিয়নের জয়মনির ঘোল গ্রামের শেহলা নদী সংলগ্ন মিরাগামারী খালের উত্তর পাড়ে সুন্দরবনে বড় একটি বাইন গাছের গোড়া থেকে ০১ টি দেশী তৈরী একনালা বন্দুক, ০৩ রাউন্ড কার্তুজ ,কাঠের বাটসহ ২ টি রামদা, ২ টি লোহার রড ,১ টি কাঠের পুরাতন ডিঙ্গি নৌকা,২ টি টর্চ লাইট,২টি পুরাতন সুতী চেকের গামছা, হাত-পা বেধে রাখার কয়েক টুকরা লাইলনের রশি, ০১ টি স্কচ টেপ ও বিভিন্ন সাইজের ০৪ টি গরান গাছের লাঠি সহ
শরনখোলার মোঃ মাসুম ফরাজী,মোঃ হাছান কবিরাজ,বরগুনার মোঃ আলমগীর হোসেন হাওলাদার কে আটক করে।আটক কৃতরা কয়েকদিন আগে বাগেরহাট ও খুলনা জেলার সুন্দরবনের মাছ ধরতে যাওয়া স্থানীয় ১১ জেলেকে অপহরন করে তাদের জিম্মায় রেখে মোবাইল ফোনের মাধ্যমে অপহৃত জেলেদের নিকটাত্মীয় স্বজনদের নিকট নগদ অর্থ দাবী করে।
পরে পুলিশি তৎপরতায় উদ্ধারকৃত জেলেদের তথ্য অনুযায়ী তাদের গ্রেফতার করে মোংলা থানা পুলিশ। গ্রেফতারকৃতদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়ার পাশাপাশি অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার।##