বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন শিপন সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্তি পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। সোমবার দুপুরে সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার এ সংক্রান্ত একটি নিয়োগ আদেশ জারি করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদের কার্যালয়ে ইতোমধ্যে এই নিয়োগপত্র সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন শিপন এর হাতে তুলে দিয়েছেন। সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন শিপন একজন ক্লিনিক্যাল এন্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। সাফল্যের সঙ্গে তিনি কার্ডিয়াক ইন্টারভেনশন করে যাচ্ছেন।
সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমীন শিপন মোঃ রসুল আমিন শিপন নোয়াখালির এক সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেও শৈশব, কৈশোর আর শিক্ষা জীবনের এক দীর্ঘ সময় কেটেছে পিতার কর্মস্থল বরিশালে। শের-ই- বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে হৃদরোগে এমডি ডিগ্রী (ঢাকা বিশ্ববিদ্যালয়) অর্জন করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগ বিভাগে ২০১৫ সালে সহকারী অধ্যাপক যোগদান করেন।২০২১ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে ইন্টারভেনশন ইউনিটের ইউনিট প্রধান হিসেবে নতুনভাবে পথচলা শুরু করেন। এই পথপরিক্রমায় দেশ-বিদেশে ইন্টারভেনশন নানা প্রশিক্ষণ নিয়েছেন।
তিনি বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি (বিসিএস), বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশনের (বিসিএসএআই) এর আজীবন সদস্য এবং ইউ এস এ (যুক্তরাষ্ট্র)- সোসাইটি অব করোনারি এনজিওগ্রাম এন্ড ইন্টারভেনশনের ( এসসিএআই) একজন ফেলো ।