এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

পাশে থেকো তুমি চিরদিন

তোমার হাওয়ায় উড়ে চুল
কানে তোমার রঙিন দুল।
পাশে থেকো চিরদিন ভূলোনা আমায়,
জোৎস্না আধারে তোমার আলোতে।
হৃদয় জুড়ে সুখেরই প্রলয়ে
পাশে থেকে চিরদিন ভূলোনা আমায়।
দুটি নয়নে যদি নদী বয়ে যায়,
এ হৃদয় যদি পাথর হয়ে যায়।
তবুও এ হৃদয়ে শীষ মহলে
তোমাকে যত্নে রাখিবো্ আমি।
পাশে থেকো চিরদিন ভূলোনা আমায়।

কলমে,, রানা ইসলাম।।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img