এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

শরীয়তপুরে এসএসসি ব্যাচ-৯৭ এর রজতজয়ন্তী উদযাপন

শরীয়তপুরে এসএসসি-৯৭ ব্যাচে এর ২৫ বছর পদার্পণে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

রবিবার ২৫ ডিসেম্বর শরীয়তপুর জেলা এসএসসি-৯৭ ব্যাচের উদ্যোগে শরীয়তপুর পাংল স্কুল মাঠে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শরীয়তপুর জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন স্কুল হতে প্রায় ছয়শতাধিক এসএসসি-৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসম উপস্থিত ছিলেন এসএসসি-৯৭ ব্যাচ গ্রুপের মডারেটর ও এডমিন বৃন্দ। মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতে ও গিতা পাঠের মাধ্য অনুষ্ঠান শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান গলি প্রদক্ষিন করে অনুষ্ঠান মাঠে এসে সমাপ্ত হয়।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img