শরীয়তপুরে এসএসসি-৯৭ ব্যাচে এর ২৫ বছর পদার্পণে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
রবিবার ২৫ ডিসেম্বর শরীয়তপুর জেলা এসএসসি-৯৭ ব্যাচের উদ্যোগে শরীয়তপুর পাংল স্কুল মাঠে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শরীয়তপুর জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন স্কুল হতে প্রায় ছয়শতাধিক এসএসসি-৯৭ ব্যাচের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। এসম উপস্থিত ছিলেন এসএসসি-৯৭ ব্যাচ গ্রুপের মডারেটর ও এডমিন বৃন্দ। মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতে ও গিতা পাঠের মাধ্য অনুষ্ঠান শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান গলি প্রদক্ষিন করে অনুষ্ঠান মাঠে এসে সমাপ্ত হয়।