এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত ছয়

 

ফেনীতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চালক ও এক নারী যাত্রী নিহত এবং ছয় যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে একজন প্রবাসীসহ ছয়জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ফেনীতে আসছিল। গাড়ী চালকের ঘুম আসায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত ও ফেনী সদর হাসপাতালে ভর্তির পর এক নারী যাত্রী নিহত হয়।

ফেনী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফ মাহমুদ জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফেনী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img