জীবন তখনই পূর্ণতা পায় যখন ছোট ছোট পরিবর্তন শুরু হয়। পরিবর্তন ব্যতীত কোন কিছুই চিরস্থায়ী নয়। তাইতো সমাজকে পরিবর্তনের অঙ্গিকার নিয়ে
ছোট ছোট বাচ্চাদের মসজিদমুখী করার জন্য
টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত তাকবীরে উলার সহিত
জামায়াতে নামাজ আদায়ের সম্মানে দেড় শতাধিক কোমলমতি শিশু কিশোরদের মাঝে পুরুস্কার প্রদান করেন “পরিবর্তন” সমাজসেবা ফাউন্ডেশন।
শুক্রবার ২৩ ডিসেম্বর দুপুরে চান্দিনার দারোরা জামিয়া ইসলামিয়া আলতাফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশনের এর পক্ষ থেকে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা -৭ চান্দিনা আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রান গোপাল দত্ত এমপি।
একটানা ৪০ দিন চলমান প্রতিযোগিতায় দারোরা গ্রামের ২০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জেম বিচারকের দায়িত্ব থাকা ২৮০ জন প্রতিযোগী অংশগ্রহণের মধ্যে ১শত ৫০ জন শিশু- কিশোর প্রথম, দ্বিতীয়,তৃতীয়স্থান হিসেবে ২২ টি সাইকেল,১টি সেলাইমেশিন,৫ জন শিক্ষাবৃত্তি,৯২ টি বুক সেলফ্,৪০টি ধর্মীয় বই-৪০টি পুরুস্কার অর্জন করে।
পুরুস্কার বিতরনে দারোরা মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আহাম্মাদ উল্লাহ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গল্লাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম দর্জি,মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান,কেরনখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন ভুইয়া, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী শাহজাহান,, শুহিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর ,বাতাঘাসী ইউনিয়নের চেয়ারম্যান এড. সাদেকুল ইসলাম, এতবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ইউসুফ,উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম,পরিবর্তনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, হাফেজ ওমর ফারুক মজুমদার, জেএস সুমন, অস্ট্রেলিয়া প্রবাসী ইঞ্জিনিয়ার তাফাজ্জল হোসেন, হাবিবুর রহমান, কেফায়েত উল্লাহ, সোহেল রানা, আজহারুল ইসলাম, মাওলানা মাহদী হাসান, আহসান উল্লাহ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গপ্রমুখ।
এদিকে বড়দের পাশাপাশি ছোটদের মসজিদমুখী করার জন্য উক্ত পরিকল্পনা নেওয়া সেই সাথে
আগামী প্রজন্মকে নেশা মুক্ত ধর্মজ্ঞান সম্পন্ন বিবেকবান, আদর্শ সমাজিক মানুষ, ইসলাম ধর্ম সঠিকভাবে জানা ও বোঝা এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিবর্তনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম।।