বাগেরহাটে ইউনিয়ন পরিষদ ভবনে চোরের হানা

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সদরের মুক্ষাইটে অবস্হিত ইউনিয়ন পরিষদ ভবনে ২২ শে ডিসেম্বর দিবাগত রাত্রে এই চুরি সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

গত ২২ শে ডিসেম্বর বৃহষ্পতিবার যথারীতি পরিষদের যাবতীয় কার্যক্রম শেষে প্রত্যেকের দপ্তর তালাবদ্ধ করে রেখে যায় পরিষদ কর্তৃপক্ষ। ২৩ ডিসেম্বর শুক্রবার ছুটির দিন থাকায় দিনের প্রথম দিকে পরিষদে কেউ না আসলেও বিকালে ওখানে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ানোর জন্য একজন প্রাইভেট টিচার প্রবেশ করে।সে ভিতরে ঢুকেই দেখতে পায় চেয়ারম্যান,সচিব,কৃষি কর্মকর্তার কক্ষের তালার হ্যাজবোর্ডের কড়া ভাঙ্গা এবং তালাগুলো সহ একটি ল্যাপটপ বাথরুমের মধ্যে ফেলে রাখা।তৎক্ষনাৎ সে বিষয়টা ইউপি চেয়ারম্যানকে জানালে একে একে গ্রামপুলিশ,আয়া,স্হানীয় ইউপি সদস্যরা এসে অবস্হা দেখে পুলিশে ফোন দেয়।তাৎক্ষনিক ভাবে পুলিশ এসে রুমগুলো খুলে দেখতে পায় সবকটি রুমে রাখা

টেবিলের ড্রয়ার,আলমারী খোলা এবং কাগজ পত্র ছড়ানো ছিটানো এবং একটি ল্যাপটপ ও ল্যাপটপের ব্যাগ বাথরুমের মধ্যে পড়েছিলো ।অধিকতর তদন্তের স্বার্থে প্রাথমিকভাবে পুলিশ এ বিষয়ে কোনো কিছু জানাতে রাজি হয়নি। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী জরুরী কাজে ঢাকায় থাকার কারনে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

সর্বশেষ সংবাদ