এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সাজেকে চাঁদের গাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাঘাইছড়ি সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হৃদয় (৩০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরুল আলম দূর্গটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ২৩ ডিসেম্বর শুক্রবার পনে ১ ঘটিকায় সাজেক পর্যটন কেন্দ থেকে ফেরার পথে মাচালং এলাকায় পর্যটকবাহী চাঁদের গাড়ী ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় এতে হৃদয় (৩০) নামে মোটরসাইকেল আরোহী পর্যটক গুরতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তৎক্ষানিক তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই বলেন ইংরেজি নববর্ষকে সামনে রেখে সাজেকের সব রিসোর্ট ও কটেজ বুকিং হয়ে গেছে পর্যটকের উপচে পড়া ভিড় ও বাড়তি যানবাহনের চাপ সামলাতে আমরা হিমশীম খাচ্ছি।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img