এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

আনন্দ টিভির “শ্রেষ্ঠ প্রতিবেদক” হলেন কক্সবাজারের এস্তে ফারুক

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলা প্রতিনিধি এস্তে ফারুক ।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটরিয়ামে এ সম্মাননার পুরস্কার এস্তে ফারুকের হাতে তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব, হাসান তৌফিক আব্বাস।

এ উপলক্ষে আনন্দ টিভি থেকে কক্সবাজারে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে আনন্দ টেলিভিশনে কর্মরত ২০জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।সেখানে যোগ দিন তিনি।

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img
এটি বিজ্ঞাপন এর স্থানspot_img

সর্বশেষ সংবাদ

এটি বিজ্ঞাপন এর স্থানspot_img