বীর মুক্তিযোদ্ধা, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মরহুম আনিছুর রহমান আনজু’র কুলখানি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মাসকা ইউপি’র রামচন্দ্রপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে শুক্রবার ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। মরহুম আনিছুর রহমান আনজু’র কুলখানিতে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মোনাজাত করেন।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক গত ১৪ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন এবং ১৫ ডিসেম্বর জানাজা শেষে উপজেলার মাসকা ইউপি’র রামচন্দ্রপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।